জরুরি নোটিশ ”"""""""""""""""""""""""""""""""""""""""""
#শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা।
প্রিয় বরকলবাসী,,
#বরকল উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রাপ্তির জন্য অনলাইন আবেদন চলছে.....
#যোগ্যতাঃ
#বয়স্ক ভাতার ক্ষেত্রে বয়সঃ
এনআইডি অনুযায়ী পুরুষ কমপক্ষে ৬৫ বছর ও মহিলা কমপক্ষে ৬২ বছর।(*বয়স্ক ভাতায় শুধুমাত্র অসচ্ছল ব্যক্তি রাই আবেদন করবেন । *চাকুরীজীবী ও পেনশন ভোগী ভাতার আওতার বাহিরে)
#বিধবা ভাতার ক্ষেত্রে বয়সঃ
এনআইডি অনুযায়ী কমপক্ষে ১৮ বছর।(*দুস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে বিধবা ভাতা পাবেন না। *চাকুরীজীবী ও পেনশন ভোগী ভাতার আওতার বাহিরে )
#অনলাইন আবেদন ব্যতীত ভাতা পাবেন না।
#অনলাইন আবেদনের ঠিকানাঃ
http://mis.bhata.gov.bd/onlineApplication
#আবেদনের শেষ সময়ঃ
৩১ আগস্ট ২০২১ রাত ১১ঃ৫৯ মিনিট
#আবেদনের সময় যা যা লাগবেঃ
১. জাতীয় পরিচয়পত্রের মূল/ফটোকপি
২. বিকাশ একাউন্ট খোলা আছে এমন একটি সক্রিয় মোবাইল নম্বর। উল্লেখ্য যে, একটি বিকাশ নম্বর শুধু একজন ব্যক্তি ব্যবহার করতে পারবেন।
#যেখানে আবেদন করা যাবেঃ
নিজের কম্পিউটারে বা মোবাইলে /কম্পিউটারের দোকানে/স্ব স্ব ইউনিয়নের ডিজিটাল সেন্টার(UDC) বা জাতীয় তথ্য সেবা নম্বর ৩৩৩ কল করে অথবা উপজেলা সমাজসেবা কার্যালয় অথবা যে কোন ডিজিটাল কেন্দ্র থেকে আবেদন করা যাবে।
#সাধু সাবধানঃ
সরকারি ভাতা পেতে কোন টাকা লাগে না। যেহেতু যোগ্য সকল ব্যক্তিই ভাতা পাবেন কাজেই কোন দালালের খপ্পরে পা দেবেন না।
#অনুরোধক্রমে
বজলুল করিম
উপজেলা সমাজসেবা অফিসার
বরকল, রাঙামাটি পার্বত্য জেলা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস