Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে বরকল

উপজেলার নামকরণ:

       পাহাড় পরিবেষ্টিত একটি দূর্গম অঞ্চলের নাম বরকল। চাকমা ভাষায় “বরকল” অর্থ বড় টিলা”। উপজেলা সদরের মধ্যে দিয়ে কর্ণফুলী নদী চলে যায়। বরকল থানার আওতাধীন একটি ইউনিয়ন। পরবর্তীতে বরকল ইউনিয়নকে ৫টি ইউনিয়নে ভাগ করে ১৯২৩খ্রিঃসালে  বরকল মনোন্নীত থানা হিসেবে ঘোষণা করা হয়।

 

উপজেলার পটভূমি :

     বরকল উপজেলা (রাঙ্গামাটি জেলা) আয়তন: ৭৬০.৮৮ বর্গ কি: মি:। অবস্থান: ২২.৪৩৫৮° উত্তর অক্ষাংশ, ৯২.২১৪৫° পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা:‌‌ উত্তরে লগুদু, দক্ষিণে জুরাছড়ি, ও পশ্চিমে রাঙ্গামাটি সদর এবং পূর্বে ভারতের মিজোরাম রাজ্য অবস্থিত।

 

সীমানা :

       উত্তরে: লগুদু,

       দক্ষিণে: জুরাছড়ি,

       পশ্চিমে রাঙ্গামাটি সদর এবং

       পূর্বে ভারতের মিজোরাম রাজ্য অবস্থিত।

 

জনসংখ্যা :

      বরকল একটি উপজাতি অধ্যুষিত উপজেলা। এ উপজেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া এবং অউপজাতীয় জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে চাকমা উপজাতির সংখ্যা সবচেয়ে বেশী। উপজাতীয় লোকসংখ্যা ৭৬.২০ % এবং অউপজাতীয় ২৩.৮০% । এখানকার অধিকাংশ জনগণই কৃষিজীবি এবং কিছু সংখ্যক মৎস্যজীবি। মোট উপজেলার জনসংখ্যা৩৯,৭৮১ জন।  শিক্ষিতের হার পুরুষ ৪৭.১%, মহিলা ৩৫.৮৬% এবং গড়ে শিক্ষিতের হার ৪২%।

 

মোট ভোটর সংখ্যা : ৩৩,৬৩৫ জন। (২০০৮ সালের ভোটার তালিকা অনুযায়ী)

                    পুরুষ ভোটার     : ১৮,৫৩০ জন।

                    মহিলা            : ১৫,১০৫ জন।

গ্রাম: ০০টি।

 

মৌজা : ২৮ টি।

 

ইউনিয়ন ৫টি। ( সুবলং, বরকল, আইমাছড়া, বড় হরিণা )।

 

প্রখ্যাতব্যক্তিত্ব: 

প্রাকৃতিক সম্পদ : এখানকার সেগুন কাঠ খুবই বিখ্যাত।

 

নদ-নদী : কর্ণফুলী খাল

 

ব্যবসা-বাণিজ্য : এখানে আদা, হলুদ, তামাক ও কলার ব্যবসা হয়ে থাকে।

 

যোগাযোগ ব্যবস্থা : লঞ্চ, ইঞ্জিন চালিত বোট ও নৌকা  যাতায়াত।

 

হাটবাজার: ৭ টি ( সুবলং, বরকল, আইমাছড়া, ভূষণছড়া, বড় হরিণা, ছোট হরিণা, ঠেগা মূখ)।

 

ছবি

 

সংযুক্তি