Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ


০১। সামাজিক নিরাপত্তা -১ ঃ

ক) বয়স্ক ভাতা:

দেশের বয়োজ্যেষ্ঠ্য দু:স্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর মানুষকে মাসিক ৫০০/- টাকা এবং বার্ষিক ৬০০০/- টাকা ভাতা প্রদান করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে তাদের মর্যাদাবৃদ্ধি; আর্থিক অনুদানের মাধ্যম তাদের মনোবল জোরদারকরণ; চিকিৎসা ও পুষ্টি বৃদ্ধিতে সহায়তা প্রদান। 

খ) বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা :

দেশের বয়োজ্যেষ্ঠ্য দু:স্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর মানুষকে মাসিক ৫০০/- টাকা এবং বার্ষিক ৬০০০/- টাকা ভাতা প্রদান করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে তাদের মর্যাদাবৃদ্ধি; আর্থিক অনুদানের মাধ্যম তাদের মনোবল জোরদারকরণ; চিকিৎসা ও পুষ্টি বৃদ্ধিতে সহায়তা প্রদান। 

০২। সামাজিক নিরাপত্তা -২ঃ

ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ ঃ

ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি সংক্রান্ত একটি কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দেশের বয়োজ্যেষ্ঠ্য দু:স্থ, অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং অনগ্রসর মানুষকে এককালিন ৫০০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে তাদের মর্যাদাবৃদ্ধি; আর্থিক অনুদানের মাধ্যম তাদের মনোবল জোরদারকরণ; চিকিৎসা ও পুষ্টি বৃদ্ধিতে সহায়তা প্রদান। ২০১৮-১৯ অর্থ  বছরে এ উপজেলার ০৪ জন রোগীকে ৫০,০০০/- টাকা করে মোট ২,০০,০০০/- প্রদান করা হয়েছে।

০৩। দারিদ্র বিমোচন ঃ

(ক) পল্লী সমাজসেবা কার্যক্রম ঃ

পল্লী সমাজসেবা কার্যক্রম এর মাধ্যমে পল্লী অঞ্চলে বসবাসরত দারিদ্র সীমার নীচে বসবাসরত জনগোষ্ঠির মধ্যে আর্থ সামাজিক পরিবার জরিপ কার্য পরিচালনার মাধ্যমে টার্গেট গ্রুপ হিসেবে চিহ্নিত করে দরিদ্রতম ও দরিদ্র শ্রেণিকে আর্থ সামাজিক কার্যক্রম শুরু করা হয়। স্বাধীনতা লাভের পর হতে অদ্য পর্যন্ত এ খাতে  উপজেলার ০৫ টি ইউনিয়নের ৪৫০টি  পরিবারের ২৫৬ জন ২৫৬ জন নারী ও পুরুষের মাঝে সুদমুক্ত ঋণ হিসেবে ৩১,৭০,০০০/- টাকা বিতরণ করা হয়  এবং পরবর্তী পর্যায়ে উক্ত টাকা ক্রম:পুঞ্জিত পুন:বিনিয়োগ হিসেবে  ১০,৫০,০০০/- পুন:বিনিয়োগ করা হয়। যার আদায় হার  কোন ক্ষেত্রে ৯২%% এবং সমন্বিত আদায় ৭৬%।

খ) দগ্ধ ও প্রতিবন্ধী পুর্নবাসন ঃ

এসিড দগ্ধ ও শারিরিক প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন ও  পুর্নবাসনের লক্ষে এসিড দগ্ধ ও শারিরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে  এ কার্যালয় থেকে উপজেলার ০৫ টি ইউনিয়নের বিভিন্ন পরিবারের   ২১২জন নারী ও পুরুষের মাঝে সুদমুক্ত ঋণ হিসেবে ১৪,৯২,৫০০/-  টাকা বিতরণ করা হয়  এবং পরবর্তী পর্যায়ে উক্ত টাকা ক্রম:পুঞ্জিত পুন:বিনিয়োগ হিসেবে  ৯,৯৬,০০০/- পুন:বিনিয়োগ করা হয়। যার আদায় হার  কোন ৯৩% এবং সমন্বিত আদায় ৮১%।

০৪। প্রতিবন্ধী বিষয়ক-১ ঃ

ক) অসচ্ছল প্রতিবন্ধী ভাতা:

খ) প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি :

গ) প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ:

০৫। সেবা ও কমিউনিটি ক্ষমতায়ন ঃ

ক) রোগী কল্যাণ সমিতি:

খ) স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন: